টেলিফোনে কথা বললেন ওবামা-পুতিন

সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ এবং ইউক্রেনের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রসিডেন্ট বারাক ওবামা । বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউজ মুখপাত্র জশ আর্নেষ্ট বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের জন্য সব পক্ষকেই দেশটির দোনবাস এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা মেনে নেওয়া। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেই ইউক্রেনে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে আসাদ সরকারের যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশটিতে সহিংসতা কমাতে ওই আলোচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও দুই নেতা আলোচনা করেন। এছাড়া সিরিয়ার জনগণের যে জরুরি ত্রান সহায়তা প্রয়োজন দুই নেতার আলোচনায় সে বিষয়টিও উঠে আসে।
প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতেই ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া সহযোগিতা শুরু করলে প্রতিবাদ জানাতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন