টেস্টে ডাক পাচ্ছেন তরুণ অলরাউন্ডার মিরাজ

দশ দিন পর ১৯ বছরে পা দিবেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ২০ অক্টোবর থেকে। মানে চার দিন পর। তাহলে কি উনিশে পা রাখার আগেই টেস্ট অভিষেক হয়ে যাবে এ অলরাউন্ডারের?
একাদশে থাকুন আর না থাকুন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৪ জনের দলে তার থাকার সম্ভাবনা প্রবল। তেমন গুঞ্জণই এখন বাতাশে।
সেই গুঞ্জণটা আরো প্রবল হয়েছে শুক্রবার সাকিবদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর। এদিন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো অনুশীলন করে মুশফিকের দল।
ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে দলে নেই মেহেদী হাসান মিরাজ। ফলে মুশফিকদের সঙ্গে তার অনুশীলনে যোগ দেওয়াটা বিশেষ তাৎপর্য বহন করে।
গত বছর দেশের মাটিতে যুব বিশ্বকাপে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। দলকে তুলেছিলেন ফাইনালে।এরপর বিপিএল, ঢাকা লিগ, বিসিএল-সবখানেই আলো ছড়ান তিনি।
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ২০ সদস্যের দলে থাকলে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি মিরাজকে। যদিও তাকে ওয়ানডে দলে নেওয়ার দাবি বেশ কিছু দিন ধরেই উঠছে।
দেশের মাটিতে দুটি ওয়ানডে সিরিজে দলে নেওয়া না হলেও মিরাজের সাদা পোশাকে অভিষেক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সীমিত ওভার ক্রিকেটের পাশাপাশি লঙ্গার ভাসর্ন ক্রিকেটে দারুণ কার্যকর মেহেদী হাসান মিরাজ। প্রথম শ্রেনীর ক্রিকেটে তার ব্যাটিং গড় ৪০ এর উপর।আর বোলি গড় ২৩ এর মতো।
এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, অলরাউন্ডার হিসেবে তান মান বেশ উঁচুতেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন