টেস্টে দুই স্তরের বিপক্ষে বাংলাদেশ

আইসিসির প্রস্তাবিত দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের বিপক্ষে অবস্থান অবস্থান নিতে পারে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সুবিধা থাকলে এই পদ্ধতির পক্ষেই মত দিবেন তারা। কিন্তু বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম জানালেন নতুন ভার্সনের এই টেস্ট ক্রিকেটের বিপক্ষেই অবস্থান নেবেন তারা।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ভাবনার কথা জানান।
মাহবুব আনাম বলেন, ‘আমরা এটাকে অবশ্যই সমর্থন করি না। ক্রিকেট খেলা এমন একটি জিনিস, আপনি যতই প্রতিদ্বন্দীতাপূর্ণ দলের সঙ্গে খেলবেন ততই উন্নতি হবে। ওয়ানডেতে আমরা যদি বড় দলগুলোর সঙ্গে না খেলতাম, তাহলে আমাদের এ অবস্থান তৈরি হতো না।’
টেস্ট ক্রিকেটকে আরও অর্থবহ ও জনপ্রিয় করতেই দলগুলোকে দুই স্তরে ভাগ করার কথা ভাবছে আইসিসি। র্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দলকে নিয়ে হতে পারে প্রথম স্তর। বাকি দলগুলো খেলবে দ্বিতীয় স্তরে। আইসিসির ভাবনাটির কথা এ মাসের শুরুর দিকে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন