টেস্ট বলেই কি দর্শকের আগ্রহ কম?
ওয়ানডে সিরিজ চলাকালে একটি টিকেটের জন্য দর্শকের কত চেষ্টা-তদবির! ইংল্যান্ডের বিপক্ষে এ সিরিজেই একটি ম্যাচ দেখার জন্য কাউকে চড়া মূল্য পর্যন্ত খরচ করতে হয়েছে। ওয়ানডে সিরিজ শেষ। এখন চলছে টেস্ট সিরিজ। অথচ এই টেস্ট ম্যাচ দেখার জন্য দর্শকের আগ্রহ খুব একটা নেই বললেই চলে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। অথচ প্রথম দিনে সর্বসাকল্যে পাঁচ হাজার দর্শকও মাঠে আসেনি। এটা গ্যালারির চিত্র।
স্টেডিয়ামের বাইরেও যে দর্শকের খুব একটা আগ্রহ আছে, তাও কিন্তু নয়।
পুরো স্টেডিয়াম ঘুরে দেখা যায়, গেটকর্মীরা অনেকটা অলস সময় পার করছেন। একই অবস্থা নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও। দর্শক কম আসছে বলে তাঁদের দায়িত্বও কম পালন করতে হচ্ছে।
শুধু যে ঢাকায় দর্শক-খরা, তা কিন্তু নয়। চট্টগ্রামে প্রথম টেস্টেও ছিল একই দশা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিন একরকম খালিই ছিল গ্যালারি। যা-ও কিছু দর্শক এসেছিল, তাঁরা প্রচণ্ড তাপদাহের কারণে গ্যালারিতে বসে ঠিকভাবে খেলাও দেখতে পারেননি।
চট্টগ্রামে ছিল রোদের উত্তাপ। কিন্তু ঢাকায় তো আর সেই অবস্থা নেই। অথচ প্রথম দিনে দর্শকের আগ্রহ সেই অর্থে নেই। শুধু পূর্ব গ্যালারিতে চোখে পড়ার মতো কিছু দর্শক এসেছেন। বাকি শহীদ জুয়েল, শহীদ মোস্তাক, গ্র্যান্ড স্ট্যান্ড ও ভিআইপি গ্যালারি একরকম ফাঁকাই রয়েছে।
এখন প্রশ্ন, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে দর্শকের ব্যাপক আগ্রহ থাকে, টেস্টে বিপরীত চিত্র কেন? টেস্ট লম্ব সময়ের খেলা বলেই কি দর্শকের মাঠে আসার আগ্রহ কম?
দর্শকের আগ্রহ কম থাকায় মিরপুরের ব্ল্যাকারদেরও খারাপ সময় পার করতে হচ্ছে। আবদুল রহমান নামের এক ব্ল্যাকার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ১০টি টিকেট নিয়ে এসেছি, কিন্তু বিক্রি করেছি মাত্র দুটি। দর্শকই তো নেই। বিক্রি করব কার কাছে।’
‘অবশ্য আমি বেশ কয়েক বছর ধরেই খেলার সময় টিকেট বিক্রি করে থাকি, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি টেস্টে দর্শকের আগ্রহ কিছুটা কম থাকে। অথচ ওয়ানডে বা টি-টোয়েন্টির সময় দর্শকের ব্যাপক আগ্রহ থাকলেও আমরা সে চাহিদা অনুযায়ী টিকেট দিতে পারি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন