টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ‘কিং কোহলি’!
‘কিং কোহলি’! এই নামেই এখন ডাকা হচ্ছে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে। না ডেকেও বা উপায় কি! ব্যাট হাতে মাঠে নামলে যে প্রতিপক্ষের বোলারদের ওপর আক্ষরিক অর্থেই রাজত্ব করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। একের পর এক খেলে যাচ্ছেন দৃষ্টিনন্দন সব ইনিংস। সেটা টেস্ট হোক বা ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং করে ব্যাটিং র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি।
ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন চলছে কোহলির রাজত্ব। টি-টোয়েন্টির শীর্ষস্থান বেশ কিছুদিন ধরেই আছে কোহলির দখলে। ওয়ানডেতেও তিনি আছেন দ্বিতীয় স্থানে। কিছুটা পিছিয়ে ছিলেন শুধু টেস্টে। কিন্তু এ বছর টেস্টে তিনটি দ্বিশতক করে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন শীর্ষস্থানটির দিকে। টেস্টের ব্যাটিং র্যাংকিংয়ে কোহলির সামনে আছেন শুধু অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দুজনের মধ্যে ব্যবধানটাও খুব বেশি না। কোহলি পিছিয়ে আছেন মাত্র ১১ পয়েন্টের ব্যবধানে। শীর্ষস্থানটা ধরে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো নৈপুণ্য দেখাতে হবে স্মিথকে। অন্যদিকে কোহলি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে তিনি যদি খুব দ্রুতই তিন ফরম্যাটেরই শীর্ষস্থান দখল করেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
২০১৬ সালে ১১টি টেস্ট খেলে এখন পর্যন্ত কোহলি করেছেন ১২০০ রান। আছে চারটি শতক ও দুটি অর্ধশতকের ইনিংস। চারটি শতকের মধ্যে তিনটিই আবার দ্বিশতক। মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টে কোহলি খেলেছেন ২৩৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।
কোহলির অধিনায়কত্বে ভারতও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেই তারা দখল করেছিল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের পর সেই অবস্থানটা আরো পাকাপোক্ত করেছে কোহলির দল। টেস্টের বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থানও আছে ভারতের রবীচন্দ্রন অশ্বিনের দখলে
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন