টোয়েন্টি২০-এর আগে ইনজুরিতে ভারতীয় ২ ক্রিকেটার
ইনজুরিতে দলের বাইরে ছিটকে পড়েছেন ভারতের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টোয়েন্টি২০ সিরিজের একাদশে খেলতে পারছেন না তিনি। এর আগে এই সিরিজে ভারতের আর এক ক্রিকেটার আজিঙ্কা রাহানেও পড়েছেন ইনজুরির কবলে।
সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারত। সেখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪র্থ ওয়ানডেতে পায়ে চোট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ডেভিড ওয়ার্নারকে সামলাতে গিয়েই সেদিন তিনি এই ইনজুরিতে পড়েন। পরীক্ষার পর ধরা পড়েছে বাম পায়ের হাড়ে ফাটল। ফলে শনিবার সিডনিতে অনুষ্ঠিত শেষ ম্যাচটিতেও খেলতে পারেননি তিনি। এ ম্যাচে তার জায়গায় খেলেছেন জাসপ্রিত বুমরাহ। তবে টোয়েন্টি২০ সিরিজে তার জায়গায় খেলবেন রিশি ধাওয়ান।
এদিকে এই সিরিজে ভারতের আর এক ক্রিকেটার আজিঙ্কা রাহানেও পড়েছেন ইনজুরির কবলে। তিনি চোট পেয়েছেন ক্যানবেরায় ফিল্ডিং করার সময়। সিডনিতে শেষ ম্যাচেও দলের বাইরে ছিলেন তিনি। টোয়েন্টি২০ স্কোয়াডে তার জায়গায় দলে জায়গা পেয়েছেন গুরকিরাত সিং।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচের টোয়েন্টি২০ সিরিজটি অ্যাডিলেডে ২৬ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন