ট্যাম্পাকো দুর্ঘটনা : ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ
ট্যাম্পাকো দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিখোঁজ ১১ জনের মধ্যে ৯ জনের স্বজনরা বুধবার ঢাকার মালিবাগে সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে তাদের লালা ও রক্ত দিয়েছেন। বাকি দুজনের স্বজনরা রোববার তাদের নমুনা দেবেন বলে পুলিশ জানায়।
টঙ্গী থানার এসআই ও ট্যাম্পাকো দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, ওই দুর্ঘটনায় কারখানার নিখোঁজ ১১ শ্রমিকের মধ্যে জয়নুল আবেদিনের (৩৮), অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭), কারখানার স্কুটিং অপারেটর মো. অনিসুর রহমান (৩০), সহকারী অপারেটর মো. জহিরুল ইসলাম (৩৮), অপারেটর রিয়াজ হোসেন মুরাদ (২২), আজিম উদ্দিন (৩৫), নাসির উদ্দিন (৩৫), মাসুম আহমেদ (৩০) ও রফিকুল ইসলামের (৩০) স্বজনরা তাদের রেফারেন্স ডিএনএ (লালা ও রক্ত) দিয়েছেন। প্রত্যেক নিখোঁজ ব্যক্তির দুজন করে স্বজনের নমুনা নেওয়া হয়। আর ক্লিনার মো. মামুন (২৮) ও চুন্নু মোল্লার (২২) স্বজনরা নমুনা দেবেন আগামী রোববার।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয় লাশের পরিচয় পাওয়া যানি। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে গাজীপুর জেলা প্রশাসনে স্থাপিত কন্ট্রোল রুমে নিখোঁজের তালিকায় ১১ জনের নাম লিখিয়েছেন তাদের স্বজনরা। তাই ওই ছয়টি লাশ কাদের- এটি শনাক্ত করতে ডিএনএ টেস্টের জন্য নিখোঁজ ওই ১১ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন