ট্যাম্পাকো মালিকের জামিন শুনানি মঙ্গলবার
গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন ও তার স্ত্রীসহ আটজনের আগাম জামিন আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আজ প্রাথমিক শুনানি শুরুর পর পরবর্তী শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে মালিকের পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
দীর্ঘদিন মকবুল হোসেনকে প্রকাশ্যে দেখা না গেলেও সোমবার অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।
প্রসঙ্গত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার চেয়ারম্যান মকবুল হোসেন, তার স্ত্রী, ছেলেমেয়ে ও মেয়ের জামাইসহ ১০জনের বিরুদ্ধে হত্যাসহ সাত ধারায় মামলা করে পুলিশ। কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও ভবন ধসে কমপক্ষে ৩৪ জন নিহত ও আহতের ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ১৭ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, টাম্পাকোর চেয়ারম্যান মকবুল হোসেন (৬৫), তার ছেলে কারখানার এমডি তানভীর আহম্মেদ (৪০), তার স্ত্রী কারখানার সার্বিক দায়িত্বে থাকা পারভীন (৫৮), মেয়ে পরিচালক আদিবা পারভীন (৩২), মেয়ের জামাই ডিএমডি শফি সামী (৪০), জিএম শফিকুর রহমান (৫৫), ম্যানেজার (অ্যাডমিন) মনির হোসেন (৫০), ম্যানেজার (সার্বিক) সমীর আহম্মেদ (৩৫), ডিএমডি আলমগীর হোসেন (৪৮) ও ম্যানেজার (নিরাপত্তা) হানিফ (৪২)।
মকবুল হোসেন সিলেটের গোপালগঞ্জ থানার সুন্দিসাইল এলাকার বাসিন্দা। মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা কারখানার শ্রমিক ও পথচারীদের হত্যা করার জন্য ঝুঁকিপূর্ণ ভবন, ত্রুটিপূর্ণ গ্যাস লাইন/ঝুঁকিপূর্ণ বয়লার মেরামত না করে এবং সঠিকভাবে দায়িত্ব পালন না করে পূর্ব পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের সাহায্যে শ্রমিক ও পথচারীদের হত্যা ও গুরুতর আহত এবং জখম করে তাদের অপূরণীয় ক্ষতি করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর টাম্পাকো মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে আরো একটি মামলা করা হয়। নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের টঙ্গী থানায় ওই মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে কারখানা মালিকের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছিলেন, যেকোন সময় মকবুল হোসেনকে তারা গ্রেফতার করতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন