ট্রফি দেখতে যমুনা ফিউচার পার্কে হাবিবুল বাশার ও শাহরিয়ার নাফিস !!
বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনের প্রদর্শনী চলছে।
ক্রিকেটপ্রেমীরা এখানে এসে আজই ট্রফিটি শেষবারের মতো দেখতে পারবেন। এই প্রদর্শনী চলবে রাত ৯টা পর্যন্ত।
দ্বিতীয় দিনের প্রদর্শনী দেখতে যমুনা ফিউচার পার্কে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং স্টাইলিশ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।
সকালে তারা আসার পর দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। তারা প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ট্রফি নিয়ে ছবি তোলায় মেতে ওঠেন।
এ সময় সুমন এবং নাফিসও ট্রফি হাতে করে দর্শনার্থীদের সাধ মেটান। পরে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি একদিন বাংলাদেশেও বিজয়ীর বেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গতকাল শনিবার সকাল ১১টা থেকে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ট্রফিটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
গত ২ মার্চ ভারতের মুম্বাই থেকে সফর শুরু করে শনিবার সকালে ট্রফিটি ঢাকায় পৌঁছায়। এরপর সকাল ১১টা থেকে ফিউচার পার্কে চ্যাম্পিয়ন্স ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হয়।
এদিকে যমুনা ফিউচার পার্কে প্রদর্শনী শেষে আগামীকাল সোমবার ট্রফিটি নিয়ে যাওয়া হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সেটি জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ক্রিকেটপ্রেমীদের জন্য ট্রফিটি প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন