ট্রলারসহ ১৮ জেলে ১১ দিন ধরে নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি নুরুল আলম নামে এক ট্রলারসহ ১৮ জেলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুরে ট্রলার মালিকের ছেলে নুরুল আলম এ তথ্য জানিয়েছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিতে এসে নুরুল আলম জানান, ১৪ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে হাতিয়ার কাটাখালী ঘাট থেকে এফবি নুরুল আলম ট্রলারসহ ১৮ জেলে সাগরের রওনা হন। মৌসুমী নিম্নচাপের কারণে ট্রলারটি ঘাটে ফিরে না আসায় ২১ আগস্ট হাতিয়া থানায় (৭৩৩ নম্বর) একটি সাধারণ ডায়েরি করে ট্রলার মালিক আ. মোতালেব।
নিখোঁজ জেলেরা হলেন- নোয়াখালী হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকার মো. জাফের মাঝি, রাশেদ মিয়া, তাজুল ইসলাম, দিদার হোসেন, মিরাজ মিয়া, স¦পন মিয়া, ফরহাদ মিয়া, জহির উদ্দিন, মনির হোসেন, মিরাজ মিয়া, মেহেরাজ, সোহেল মিয়া, সানাউল্লাহ, রোমান, মিরাজ, ইসরাত, মিরাজ ও এনায়েত হোসেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিষয়টি কোস্টগার্ডের পশ্চিম জোন ও দুবলা ফিশারম্যান গ্রুপকে জানানো হয়েছে। তারা ইতিমধ্যে খোঁজ নেয়া শুরু করেছে।
কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান বলেন, ‘১৮ জেলেসহ এফবি নুরুল আলম ট্রলারটি নিখোঁজের খবর আমাদের কাছে এসেছে। আমাদের প্রতিটি স্টেশনে এ তথ্যটি জানিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন