ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদারের পদত্যাগ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদার পদত্যাগ করেছেন। পারিবারিক কারণে এই পদত্যাগ বলে তিনি উল্লেখ করেছেন।
গত ৩১ অক্টোবর আবদুর রহমান হাওলাদার পদত্যাগপত্র জমা দিলেও আজ বুধবার বিষয়টি প্রকাশ পায়।
আবদুর রহমান হাওলাদার সাংবাদিকদের জানান, পারিবারিক কিছু কারণে গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়। তিনি ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা মামলার দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, আগামীতে আবদুর রহমান ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন বলে তাঁরা জানতে পেরেছেন। আর এ জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে তাঁরা শুনেছেন।
উল্লেখ্য, আবদুর রহমান হাওলাদার বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন