ট্রাইব্যুনাল অবমাননা রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে
আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেন, তবে ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে। আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ জারি করেন।
আদালত ট্রাইব্যুনাল অবমাননার মামলা ‘ইনহেরেন্ট পাওয়ার’ এ শুনবেন বলে উল্লেখ করেন। এর আগে হাইকোর্ট থেকে আপিলের সুযোগ বিষয়ে একটি আদেশ এসেছিল। যাতে বলা হয়, সংবিধান অনুসারে যেকোনও মামলার সম্পূর্ণ ন্যায়বিচারের অন্তর্নিহিত ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের।
১২ নাগরিকের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্ট এ পর্যবেক্ষণ দিয়েছিলেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শোনেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম, সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে তারা বিবৃতি দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার কার্যক্রম চলা অবস্থাতেই তারা এই রিট আবেদন করেন। পরবর্তীতে ট্রাইব্যুনাল তাদের সতর্ক করে দিয়ে কেবলমাত্র একাধিকবার অবমাননার অভিযোগ আসায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসকক্ষের কাঠগড়ায় একঘণ্টা অবস্থান ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন।
পরবর্তীতে আপিল করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তার মামলা নিস্পত্তি করেন আপিল বিভাগ।
রিট আবেদনকারীরা হলেন জাফরুল্লাহ চৌধুরী, শিরিন আখতার, আফসান চৌধুরী, আলী আহমেদ জিয়াউদ্দিন, শহীদুল আলম, আনুশেহ আনাদিল, সি আর আবরার, ফরিদা আক্তার, লুবনা মরিয়ম, মাসুদ খান, রেহনুমা আহমেদ ও জিয়াউর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন