ট্রাকের ধাক্কায় ঝড়ে গেলো মা ও ছেলেসহ ৪ জনের তাজা প্রাণ!
খুলনায় ট্রাকের ধাক্কায় ঝড়ে গেলো মা ও ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
আজ শুক্রবার বেলা ১১ টার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার মিকশিমিল এলাকার সাথী বেগম (২৫) ও তার ছেলে টুটুল (৮), কেশবপুরের গৌরীঘোনা এলাকার আয়শা বেগম (৫০) ও আরেকজনের পরিচয় জানা যায়নি।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল পাল জানান, ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনার পর পাঁচজনকে এখানের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে অজ্ঞাতনামা একজন পুরুষকে (৩০) মৃত অবস্থায় পাওয়া যায়। আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ডুমুরিয়া থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, কাঠালতলা এলাকায় ট্রাকের সঙ্গে মাহেন্দ্র নামে লেগুনার ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি (ঢাকা মেট্ট্রো ১৪-৬৫৬৬) পাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে দ্রুতগতিতে কাঠাতলা এলাকায় পৌঁছে। এসময় ট্রাকটি হঠাৎ গতিরোধ করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ঘুরে যায়। এ অবস্থায় একটি লেগুনার ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। লেগুনাটি চুকনগর থেকে ডুমুরিয়া যাচ্ছিল। এ সময় ডুমুরিয়াগামী একটি ভ্যানেও আঘাত লাগে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
একই থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবাস বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কটিতে অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাহেন্দ্রটি পুলিশ হেফাজতে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন