মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের আয়কর রিটার্ন ফাঁস, ক্ষুব্ধ হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমের ‘সাপে-নেউলে’ সম্পর্কের খবর পুরোনো। নির্বাচনী প্রচার ও জয়লাভের পরও তাঁর সম্পর্কে গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি খুব একটা ইতিবাচক ছিল না। তাই বিভিন্ন সময়ে খোদ ডোনাল্ড ট্রাম্পই সম্পর্কটি সংজ্ঞায়িত করেছিলেন এভাবে। এবার বোধ হয় বিষয়টি প্রতিষ্ঠাই করে দিল সংবাদমাধ্যম। উপলক্ষ ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্ন ফাঁস।

এত দিন পর্যন্ত ট্রাম্পই ছিলেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি নির্বাচিত হওয়ার পরও আয়কর রিটার্ন জনসমক্ষে প্রকাশ করেননি। তাঁর আয়করের তথ্য প্রকাশে ভোটারদের যেমন দাবি ছিল, তেমনি মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী আলোচিত ওয়েবসাইট উইকিলিকসেও তাঁকে রিটার্ন প্রকাশের আহ্বান জানানো হয়েছিল। এ প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটও তাঁকে আয়কর রিটার্ন প্রকাশের আহ্বান জানান।

কিন্তু বরাবরের মতোই নিজের অবস্থানে ট্রাম্প ছিলেন অনড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রীতি অনুযায়ী নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাঁদের আয়কর দাখিলের তথ্য প্রকাশ করেন। কিন্তু সেই রীতি ভেঙে ট্রাম্প কিছুতেই নিজের আয়কর রিটার্ন প্রকাশ করেননি।

কিন্তু ট্রাম্পের সেই কঠোর গোপনীয় আয়কর রিটার্নের তথ্য এবার ফাঁস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম এমএসএনবিসি। সেই মাধ্যমের বরাত দিয়ে বিবিসি ট্রাম্পের ২০০৫ সালের আয়কর রিটার্নের দুটি পৃষ্ঠা ফাঁস করে।

ফাঁস হওয়া পৃষ্ঠাগুলো থেকে জানা যায়, ওই বছর ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয়ের বিপরীতে ৩৮ মিলিয়ন ডলার আয়কর দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে, আয়কর দাখিলের এই নথি প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস।

হোয়াইট হাউস কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এভাবে প্রেসিডেন্টের আয়কর রিটার্ন ফাঁস অবৈধ। এটি ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার নীতি বিরোধী।

তবে এমএসএনবিসি জানিয়েছে, জনস্বার্থে সংবাদমাধ্যম ট্রাম্পের আয়করের তথ্য ফাঁস করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে পারে সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার ট্রাম্পের ২০০৫ সালের আয়কর রিটার্নের আংশিক তথ্য ফাঁস হয়। ওই রাতেই ওই বছরের পুরো আয়কর রিটার্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।

সেখানে জানানো হয়, নির্মাণ খাত থেকে ৩৮ মিলিয়ন ডলার আয়কর দেওয়া ছাড়া বিপণন, আবগারি শুল্ক ও সংস্থাপন কর বাবদ কয়েক হাজার ডলার আয়কর জমা দিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ