বুধবার, মার্চ ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের জয়ে আশাহত বিএনপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ট ট্রাম্পের বিজয়ে আশাহত হয়েছে বিএনপি। হিলারি ক্লিনটন বিজয়ী হলে রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেত এমন আশাবাদ ছিল দলটির। আজকের এ ফলাফল সে আশায় ছেদ পড়েছে। দল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে দেশের কোনো রাজনৈতিক দলের সমর্থন না থাকলেও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ক্লিনটন হিলারিকে নিয়ে উৎসাহ দেখিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহামুদ আমেরিকা গিয়ে ক্লিনটন হিলারিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হিলারির নির্বাচনী প্রচারণার ভিডিও ফুটেজে খালেদা জিয়ার ছবি দেখা গেছে। দুনিয়াখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ নির্বাচনী প্রতিবেদনে হিলারি ও বেগম খালেদা জিয়ার পুরানো ছবি ছেপেছে।

‘ভোগ’ প্রতিবেদন নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল তার ফেসবুকে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সে দেশের ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা ও পত্র-পত্রিকার কাভারেজে বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ছবিকে আইডল ও আইকন হিসেবে ব্যবহার চলছেই।’

নির্বাচনের ভোটগ্রহণের আগে ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের সম্পাদক বিএনপি নেতা ড.আসাদুজ্জামান রিপন তার ফেসবুক আইডি থেকে এক ফ্রেমে থাকা খালেদা জিয়া এবং হিলারির ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ইনশাআল্লাহ জাতি আবার এমন চিত্র দেখতে পাবে।’

মার্কিন নির্বাচনের ফলাফলের পর ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিনা সুলতানা নিশিতা তার ফেসবুকে লিখেছেন, ‘দুনিয়াটাই মনে হয় খারাপ মানুষের জন্য।’

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ট্রাম্প ক্ষমতায় আসলেও বাংলাদেশের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কি-না তা বলতে পারবো না। তবে দেশের সবাই প্রত্যাশা করবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে গণতন্ত্র যাতে সব দেশে চলে সেজন্য তিনি কাজ করবেন।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহাবুবুর রহমান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জয়ের মাধ্যমে মার্কিন নাগরিকদের বিজয় হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো আছে। যে-ই প্রেসিডেন্ট নির্বাচিত হোন না কেন বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

হিলারিকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা গিয়েছিল এমন প্রসঙ্গে মাহাবুবুর রহমান বলেন, ‘এ ধরনের উৎসাহ থাকা স্বাভাবিক। এ ধরনের আশাবাদে তো আর নির্বাচন হবে না। এগুলো আমি মূল্যায়ন করতে চাই না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কতটুকু পড়বে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন বেপারি বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্বাচ্ছন্দ বোধ করবে। যদিও স্টেট ডিপার্টমেন্টের পলিসি সাধারণত পরিবর্তন হয় না। হিলারি আসলে হয়তো ইউনুসকে দিয়ে বিএনপি একটু চিন্তাভাবনা করতে পারতো। এখনতো আর তাও হবে না। খালেদা জিয়া একটা আশা হয়তো করেছিলেন। সে আশা ভঙ্গ হয়েছে। জাগো নিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের