ট্রাম্পের জয়ে ফেসবুককে প্রভাবক ভাবা পাগলামি: জাকারবার্গ
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ঘোষণার পর থেকেই একদল মানুষের বক্তব্য- ফেসবুক শেয়ারিংই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সবচেয়ে বড় সহায়ক। তবে সেই প্রচারণায় এবার শক্তভাবে বিরোধিতা করলেন ফেসবুক ফাউন্ডার মার্ক জুকারবার্গ।
নিজের বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেছেন এই দায়ভার ফেসবুকের নয়। তিনি বলেন, যদি কেউ মনে করে থাকেন ফেসবুকে ছড়িয়ে পড়া মিথ্যে নিউজগুলো নির্বাচনকে প্রভাবিত করেছে, সেটা আসলে পাগলামি। সেটা যদি আপনিও বিশ্বাস করে থাকেন, তাহলে বলবো ট্রাম্পের ভক্তরা যে ম্যাসেজ দিতে চেয়েছিলো সেটা আপনি নিয়েছেন।
নির্বাচনের আগে আগে বেশ কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়েছিলো পুরো ফেসবুক জুড়ে। আর সেসবই নির্বাচনকে প্রভাবিত করেছিলো বলে ট্রাম্পবিরোধীদের বক্তব্য।
আমেরিকানদের একটি বড় অংশের কাছেই ফেসবুক যেকোনো খবরের জন্য প্রাথমিক সোর্স। সাধারণত ফেসবুক ইউজারদের নিউজ ফিডে সেই সব গল্পই দেওয়া হয় যেগুলো বেশি আকর্ষণীয়।
শেয়ারিংয়ের ভিত্তিতে এই বছরের শুরুর দিকে ফেসবুক অ্যান্টি-ট্রাম্প আখ্যা পেয়েছিলো। তখন কোম্পানিটির মানব মডারেটররা বেছে বেছে কিছু স্টোরি ট্রেন্ডিং স্টোরির বক্সে দিত বলে অভিযোগ আনেন ব্যবহারকারীরা। এই অভিযোগের প্রেক্ষিতে মানুষ ছেড়ে গাণিতিক পরিভাষার উপর পুরোপুরি দ্বায়িত্ব ছেড়ে দেয় সর্বাধিক পঠিত খবর নির্ধারণে। এর ফলেই কিছু মিথ্যা খবরও ব্যবহারকারীদের টাইমলাইনে চলে যায়।
ব্যাখ্যা দিতে গিয়ে জাকারবার্গ আরো বলেন, মানুষ কি চায় সেটাই আমরা শুনতে চাই। মানুষকে আরো বেশি বেশি শেয়ারের সুযোগ দিতে চাই যেন পৃথিবী আরো বেশি মুক্ত এবং সম্পর্কযুক্ত হতে পারে। সেজন্যই ব্যবহারকারীর নিউজফিডের দিকেও আমরা নজর দিতে চাই। আর সেজন্যই ফেসবুক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত সেটার উন্নয়নও করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন