রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের জয়ে বলিউড তারকাদের মন্দ প্রতিক্রিয়া

শেষ হয়ে গেলো বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে সবাইকে চমকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

তার জয়ের গল্প এখন সারা বিশ্বেই আলোচিত। বারবার নানা বক্তব্যে সমালোচিত হওয়া এই ধনকুবের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। আর সবার মতো বলিউডেও নাড়া ট্রাম্পের জয়। অমিতাভ, শাহরুখের মতো বড় তারকারা এ নিয়ে মুখ না খুললেও অনেক তারকারাই নিজেদের ফেসবুক-টুইটারে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। মজার ব্যাপার হলো এখন পর্যন্ত যেসব তারকারা এ বিষয়ে মুখ খুলেছেন তাদের প্রায় সবাই ট্রাম্পের জয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ সরাসরি ক্ষোভও দেখিয়েছেন।

সিনিয়র অভিনেত্রী টুইঙ্কল খান্না নিজের মত প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাক্যবানে বিদ্ধ করে। তিনি ট্রাম্পকে নারী বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী এবং মুর্খ বলে সম্বোধন করেছেন। তিনি লেখেন, ‘‌নারী বিদ্বেষী বলেই ‘‌ডোনাল্ড ডাক’‌-কে অন্ধভাবে ভোট দিয়েছেন সমর্থকরা।’

উপমহাদেশের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে বললেন, ‘‌ভোটের ফলাফল অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে কী হতে পারে, ভাবলেই ভয় লাগছে।’‌

তবে ট্রাম্প বারাক ওবামার পরবর্তী রাষ্ট্রপতি হওয়াতে বেশ অবাক হয়েছেন সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি। তিনি টুইট করেছেন, ‘‘‌এও কি সম্ভব!‌’‌ কবীর খানের মন্তব্য ছিলো, ‘‌আইনস্টাইন বলেছিলেন, সৌরজগৎ এবং মানুষের বোকামির কোনও সীমা নেই। প্রথম ব্যাপারটি নিয়ে বিশেষ জ্ঞান নেই। তবে দ্বিতীয়টির সত্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’‌ আর সংগীত পরিচালক বিশাল দাদলানি যেন ট্রাম্প বিজয়ের খবরটিকেই মানতে চাইছেন না। তিনি ফেসবুকে লিখেছেন, ‘‌বিমানে রয়েছি। ঘুমোতে চেষ্টা করছি। ঘুম ভাঙলে দুঃস্বপ্ন কেটে যাবে তো?‌’‌

নির্মাতা শিরীষ কুন্দর বেশ কৌশলী হয়ে মত প্রকাশ করলেন। তিনি টুইটারে লিখেছেন, ‘‌ট্রাম্প মোটেও বর্ণ বিদ্বেশী নন। নিজের গায়ের রঙ কমলা হওয়া সত্ত্বেও, সর্বদা শ্বেতাঙ্গদের ভাল মন্দ নিয়েই ভাবেন। তবে একদিকে ভালই হয়েছে। এবার থেকে একটা টুইটেই ভারত-আমেরিকা; দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠাওর করা যাবে।’‌

বলিউডের গ্ল্যামার গার্ল হুমা কুরেশি বলেছেন, ‌‘প্রিয় আমেরিকা, অতিরিক্তি রিয়্যালিটি শো দেখার ফলে যা হয় ট্রাম্প হলো তাই।’ অভিনেত্রী দিয়া মির্জা দিয়া মির্জা লেখেন, ‘যে মানুষটা #ClimateChangeIsReal মানতে অস্বীকার করেচিল সে এখন বিশ্বের নেতৃত্বে থাকবে! বেশ ভালো কিন্তু।’ রিচা চাড্ডা লিখেছেন, ‘আমি এই ঘুম থেকে উঠলাম। কিন্তু আমি আবার ঘুমাতে চাই।’

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন অর্জুন রামপাল। তিনি ট্রাম্পের জয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ওহ তেরি!! এ জিতে গেল! নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! আশা করি যারা আমেরিকা ভ্রমণে যেতে চায় তারা ভিসা পাবেন।’

বাদ যাননি আলোচিত অভিনেত্রী সানি লিওনও। তিনি বেশ মজা করেই বলেছেন, ‘এখন সবথেকে আশ্চর্যের যা তা হল গোটা সরকার ব্যবস্থাটাই লাল হয়ে গিয়েছে। ট্রাম্প যা চায় তা পাওয়ার জন্য এখন খুব বেশি বাধা নেই আর।’ ট্রাম্পকে নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারেননি যারা তাদের দলে আছেন তরুণ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমেরিকা, তোমরা গোল্লায় গেলে!’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন