ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে বিভেদের আভাস
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়া। সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের এই রাজ্যে জয় লাভ করেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু এর পরেও বিশাল ব্যবধানে হেরে গিয়ে তার আর হোয়াইট হাউজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যালিফোর্নিয়াতে কখনই রিপাবলিকান দল জয় লাভ করতে পারেনি। শুরু থেকেই ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ ৫৫ ভোট পেয়ে আসছে ডেমোক্রেটরা।
‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী গতকাল বুধবার থেকে প্রচার শুরু করে। যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার এ প্রক্রিয়ার নাম দিয়েছে ‘ক্লেক্সিট’।
উল্লেখ্য, এই গোষ্ঠী ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য বেশ আগে থেকেই প্রচারণা চালিয়ে আসছে।
কয়েকশ বছর আগে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার পক্ষে এবং বিপক্ষে নিজেদের মধ্যে লড়াই করতে দেখা গিয়েছিল। কিন্তু এরপর থেকে বহুবারই ক্ষমতায় এসেছে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট দল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যে এমন বিভাজন কখনোই দেখা যায়নি। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে আবারও দেখা দিয়েছে বিভাজনের আশঙ্কা।
ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি। শুধু যুক্তরাষ্ট্রের অন্য ৪৯টি অঙ্গরাজ্যের সঙ্গেই নয়, বিভিন্ন বিবেচনায় যেকোনো রাষ্ট্রের সঙ্গে তুলনীয় হতে পারে ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবোধ আছে যেগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার বিরোধ আছে। এভাবে থাকার অর্থ হলো আমরা অন্য রাজ্যগুলোর জন্য অব্যাহতভাবে আমাদের ক্ষতি করে যাব, আমাদের শিশুদের অকল্যাণ বয়ে আনব।’
ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর প্রধান লুইস ম্যারিনেলি বলেন, এখন এ অঙ্গরাজ্যের প্রচুর মানুষ তাদের কাছে চিঠি পাঠাচ্ছে। অনেকেই স্বাধীনতার জন্য গণভোট চেয়ে তাদের তৈরি দাবিনামার অনলাইন সংস্করণ দেখতে চেয়েছেন।
ট্রাম্পের জয় নিশ্চিতের পরে বুধবার সকালেই রাস্তায় নেমে আসে ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীরা। তারা ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ভাংচুর চালায়। বিক্ষোভ হয়েছে শিকাগো, ফিলাডেলফিয়া, বোস্টন, নিউইয়র্ক এবং আইওয়াতে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং ভাংচুর চালান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন