ট্রাম্পের জয়, পাঁচটি কারণ
প্রথমে বলা হয়েছিল, তিনি অন্য রিপাবলিকান প্রার্থীদের সঙ্গে হেরে যাবেন। পরে বলা হলো, রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন না। সবই আদায় করে নিলেন তিনি । সর্বশেষ বলা হলো, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে পেরে ওঠবেন না। সব ধারণা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি পারলেন না ট্রাম্পকে পরাজিত করতে।
সমালোচকদের ধারণা ভুল করে দিয়ে শেষ হাসি ট্রাম্পই হাসলেন। তবে এত দূর আসাটা সহজও ছিল না তাঁর জন্য। বিবিসি খুঁজেছে এর পেছনের পাঁচটি কারণ-
শেতাঙ্গদের সমর্থন
ওহাইও, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনার মতো অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প ব্যাপক সমর্থন পেয়েছেন। এসব রাজ্যগুলোতে শেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ। আগে এসব রাজ্যে ডেমোক্র্যাটদের প্রাধান্য ছিল। এসব এলাকার বাসিন্দাদের ধারণা, এখনো তারা উপেক্ষিত। তাই এবার প্রয়োজন বিকল্প।
নির্বিকার ট্রাম্প
নির্বাচনের আগে বেশ কয়েকজন তারকার সঙ্গে বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। ফক্স নিউজের মেগান কেলির সঙ্গে ঝগড়া করেছেন। নারী বিষয়ে তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ। এসব নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন তবে তা ছিল দায়সারা গোছের। বলা হয়, বিতর্কে তিনি হিলারির সঙ্গে হেরেছেন। এসবের কিছুই যেন তিনি পাত্তা দেননি। পরের দিন আবার নতুন ভাবে যেন যাত্রা শুরু করেছেন। এ নির্বিকার চিত্ত ছিল দেখার মতো।
বহিরাগত
ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তো বটেই ট্রাম্প লড়াই করেছেন খোদ রিপাবলিকান একাধিক নেতার বিরুদ্ধেও। সবাইকে যুক্তি দিয়ে হারিয়েছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ নেতাদের সাহায্যও নেননি তিনি। নির্বাচনী প্রচারে তিনি নিজেকে এমনভাবে তুলে ধরেছেন যে তিনিই গুরুত্বপূর্ণ, জয়ের জন্য তিনিই যথেষ্ট।
এফবিআই ও ইমেইল
হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে নতুন করে তদন্তের কথা বলেছেন এফবিআইয়ের পরিচালক জেমস কোমি। এটা ট্রাম্পের জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রচার কৌশল
নির্বাচনী প্রচারে প্রচলিত ধ্যান ধারণার বাইরে কাজ করেছেন ট্রাম্প। দরজায় দরজায় প্রচারের বদলে তিনি বিশাল র্যালি ও সমাবেশ করেছেন। প্রচার বিষয়ে তিনি দক্ষ তা বোঝাই গেছে। প্রচার কৌশল বিশেষজ্ঞরা এসব ঠিক মনে করেননি। কিন্তু দিন শেষে তো ট্রাম্পই জয়ী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন