ট্রাম্পের প্রতি ‘অগাধ আস্থা’ জাপানের প্রধানমন্ত্রীর
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘অগাধ আস্থা’ রয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। তার বিশ্বাস দু’জন মিলে আস্থার সম্পর্ক তৈরি করতে পারবেন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেন তিনি। এ সময় ‘উষ্ণ পরিবেশে’ অকপট আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন আবে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারাভিযান কালে ট্রাম্পের কিছু বাগাড়ম্বরের ফলে জাপানসহ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কিছু মিত্রের সঙ্গে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। শিনজো আবের সঙ্গে এ বৈঠকটি নির্বাচনে জয়ের পর ট্রাম্পের প্রথম কোন বিশ্বনেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র। বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি পুনর্নিমানে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র।
নির্বাচনী প্রচারের সময় ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি বাতিলের অঙ্গিকার করেছিলেন ট্রাম্প। প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি মোকাবিলায় এ চুক্তিটি জাপানের প্রধানমন্ত্রী জোরালোভাবে সমর্থন করেন। ট্রাম্প ক্ষমতায় বসার পর এ চুক্তি বাতিল হয়ে যেতে পারে জেনেও জাপানের পার্লামেন্ট এটি পাস করেছিল।
খবরে বলা হয়, নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলেন শিনজো আবে। এ সময় তিনি বলেন, পেরুতে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যাওয়ার সময় নিউ ইয়র্ক হয়ে যাবেন তিনি। তখনই ট্রাম্পের সঙ্গে বৈঠক ঠিক হয় আবের।
বৈঠকের পর আবে বলেন, বেশ দীর্ঘক্ষণ ধরে আমরা অকপট আলোচনা করতে পেরেছি। খুবই আন্তরিক পরিবেশে আমাদের বৈঠকটি সম্পন্ন হয়েছে। আমার বিশ্বাস দু’ দেশের মধ্যে বিশ্বাস ছাড়া একটি জোট কার্যক্ষম হতে পারে না।
আজকের বৈঠকের ফল হিসেবে আমি একমত যে, ট্রাম্প এমন একজন নেতা যার ওপর আমি অগাধ আস্থা সমর্পন করতে পারি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন