ট্রাম্পের প্রভাবে টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ারমূল্য কমল
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অ্যামাজন, অ্যালফাবেটসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য পড়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর এই প্রভাব পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হলে কী হবে তা নিয়ে অনিশ্চয়তায় উদ্বিগ্ন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ দুইদিন ধরে ব্যবসায়ীরা এ থেকে কীভাবে সুবিধা নিয়ে আশা যায় তা খুঁজছেন।
চলতি বছর জুলাই থেকে শুরু এখন পর্যন্ত অ্যামাজনের শেয়ার সবচেয়ে নিচে নেমে গেছে। অ্যালফাবেটের শেয়ার মূল্য পড়েছে ২.৩ শতাংশ। ফেইসবুক, অ্যাপল আর মাইক্রোসফট- প্রত্যেক প্রতিষ্ঠানের শেয়ার গড়ে প্রায় ২.৭ শতাংশ পড়ে গেছে।
আর্থিক বিশ্লেষণা সেবাদাতা প্রতিষ্ঠান ডেস্টিনেশন ওয়েলথ ম্যানেজমেন্ট-এর প্রধান মাইকেল ইয়োশিকামি বলেন, “আমি মনে করি না নতুন প্রশাসনে এমন কিছু আছে যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারমূল্যের জন্য নেতিবাচক হবে। এটি শুধুই বাড়তি চাহিদায় থাকা অন্য কিছু, আর এখানে অবস্থা ঘুরছে।”
জয়ী হওয়ার পর বক্তব্যেও ডোনাল্ড ট্রাম্প অবকাঠামোগত খরচ বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, আর এরপরই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে এই প্রভাব পড়ে।
বৃহস্পতিবার বাজারের অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারমুল্য কমলেও, অ্যাপলের ক্ষেত্রে তা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন