ট্রাম্পের বিরুদ্ধে চার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের মামলা

সংবিধান লঙ্ঘন ও কট্টর অভিবাসন নিষেধাজ্ঞার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির চারটি রাজ্য মামলা করেছে। হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা দায়েরকারী চার রাজ্য হলো- ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।
৭০ বছর বয়সী মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেছেন। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়ায় বহিষ্কার করা হয় তাকে।
বোস্টনে এক সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মওরা হিলে বলেন, মূলত এটি সংবিধানের পুরোপুরি লঙ্ঘন। এটি ধর্মের কারণে মানুষের বিরুদ্ধে বৈষম্য, এটি ভিন্ন বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে বৈষম্য।
উদারপন্থী রাজ্য ওয়াশিংটন দেশটির প্রথম রাজ্য হিসেবে মামলা করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন। নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলও ওয়াশিংটনের পথে হাঁটছেন। এ দুই রাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের রাজ্যও একই ধরনের মামলা করতে যাচ্ছে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশ অসাংবিধবানিক, বেআইনি ও মৌলিক দিক থেকে অমার্কিনী।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।
সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন