ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত

মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের ওপর জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সারাদেশে সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির ফেডারেল আদালত।
শুক্রবার সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্ট এ আদেশ দেন। খবর বিবিসি, রয়টার্সের।
ট্রাম্পের নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে অভিযোগ করেন সরকারি আইনজীবীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
এছাড়া অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন ট্রাম্পের এ-সংক্রান্ত আদেশকে সংবিধানবিরোধী বলে যে আখ্যা দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন বিচারপতি জেমস বরার্টস।
ওই স্থগিতাদেশের ফলে নিষেধাজ্ঞায় থাকা সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা থাকল না।
জেমস রবার্টকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এই সপ্তাহের মধ্যেই আদেশের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে।
গত সপ্তাহে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পরপরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পর ইতিমধ্যে ৬০ হাজার ভিসার আবেদন ফেরত দেয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন গ্রহণ নীতি চার মাসের জন্য স্থগিত করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এসব দেশের খ্রিস্টানদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ হবে না।
নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হল, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন