‘ট্রাম্প অনভিজ্ঞ রাজনীতিক, মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অনভিজ্ঞ রাজনীতিক’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি। ইরানসহ অন্যান্য মুসলিম দেশের নাগরিকদের মার্কিন ভিসা নিষিদ্ধ করার রিপাবলিকান দলীয় নীতি নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি।
ইতোমধ্যে তেহরান বলেছে, ইরানসহ অন্যান্য ছয় মুসলিম প্রধান দেশের মানুষের প্রবেশ স্থগিতের প্রতিক্রিয়ায় আইনগত, রাজনৈতিক ও পারস্পরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেয়া এক ভাষণে রোহানি বলেন, ‘তিনি (ট্রাম্প) রাজনীতিতে নতুন। তিনি ভিন্ন এক দুনিয়ায় এসেছেন। এটি তার জন্য একেবারেই নতুন পরিবেশ।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এতে তিনি (ট্রাম্প) অনেক সময় নেবেন এবং এ জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে; যতক্ষণ পর্যন্ত না তিনি বুঝতে পারেন বিশ্বে কী ঘটছে।’
এর আগে শুক্রবার ইরানসহ ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষরের পর তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এটি জরুরি।
সূত্র : রয়টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন