ট্রায়াল রুমে সাবধান! শহরের শপিং মলে লুকিয়ে তরুণীর ছবি তোলার অভিযোগ
খবর পেয়ে সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যে মোবাইলটিতে ছবি তোলা হচ্ছিল বলে অভিযোগ, সেটি বাজেয়াপ্ত করে পুলিশ।
বস্ত্র বিপণির ট্রায়াল রুমে ফের গোপন ক্যামেরায় ছবি তোলার অভিযোগ। এবারে অভিযুক্ত কলকাতারই এক শপিং মল। ঘটনার জেরে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও, অভিযুক্ত তাদের নিজস্ব কর্মী নয় বলে দাবি করেছে শপিং মল কর্তৃপক্ষ।
ইএম বাইপাস-লাগোয়া হাইল্যান্ড পার্কের কাছে একটি শপিং মলে ট্রায়াল রুমে ঢোকেন এক তরুণী। পোশাক পরিবর্তন করার সময়েই তিনি খেয়াল করেন যে ট্রায়াল রুমে একটি ছোট্ট ছিদ্র দিয়ে মোবাইলে তাঁর ছবি তোলা হচ্ছে।
বিষয়টি নজরে আসতেই ওই তরুণী বেরিয়ে এসে দেখেন যে পাশের ট্রায়াল রুম থেকে এক ব্যক্তি মোবাইল দিয়ে তাঁর ছবি তুলছে। কিন্তু ধরা পড়ে গিয়েছেন বুঝতে পেরেই মোবাইল ফেলে চম্পট দেন ওই কর্মী। শপিং মলের অন্যান্য কর্মী এবং নিরাপত্তারক্ষীরাও অভিযুক্তকে আটকাননি বলে ওই তরুণীর অভিযোগ।
খবর পেয়ে সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যে মোবাইলটিতে ছবি তোলা হচ্ছিল বলে অভিযোগ, সেটি বাজেয়াপ্ত করে পুলিশ। রাতে ওই তরুণী সার্ভে পার্ক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
যদিও শপিং মল কর্তৃপক্ষের দাবি, তাদের সঙ্গে চুক্তির ভিত্তিতে কাজ করা অন্য একটি সংস্থার এক কর্মী এই কান্ড ঘটিয়েছে। শপিং মল কর্তৃপক্ষের তরফেও অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন