ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত ॥ ইঞ্জিনে আগুন, আহত-৩০

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট রেল লাইনের আখাউড়া সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের অদুরে শুক্রবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুৎ হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে তা ভস্মিভুত হয়েছে। মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্সের দু’টি ইউনিট প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। গুরুত্বর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ট্রেনের চালক আবুল কালাম জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টেনটি সকাল পৌণে ১০টায় নয়াপাড়া স্টেশনের আউটার লাইনে আসার পরপরই ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুৎ হয়ে পড়ে। সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে গেলে তা পুরে যায়। এ সময় তাড়াহুড়ো করতে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান। এদিকে লাইনচ্যুৎ হয়ে পড়ায় ট্রেনের বগিগুলো উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। এ সময় শায়েস্তাগঞ্জ আখাউড়ায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাইদ জানান, শুক্রবার সকালে হঠাৎ করে পরাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে সামনের একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে এটা তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
তিনি আরো জানান, ট্রেনের বগি উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন আখাউড়া থেকে এসেছে। উদ্ধার কাজ শেষ হতে অন্তত ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগতে পারে। ধারনা করা হচ্ছে হয়তো রাত ৭টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন