ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় শান্তনা বসাক (১৯) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী নিহত হয়েছেন।
রোববার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তনা বসাক রাবির সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তনা রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার রেললাইনের পাশ দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাবির সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, খবর পেয়ে দ্রুত রামেক হাসপাতালে গিয়ে জানতে পারি, সে মারা গেছে। তার লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন