ট্রেনে কাটাপড়া দূর্ঘটনা রোধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

অসচেতনতার কারণে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে আহত নিহত হচ্ছে অসংখ্য মানুষ। তাই অনাকাঙ্খিত এ দুর্ঘটনার ব্যাপারে সচেতনা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনমূলক সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে রেল পুলিশ। এর মধ্যে রয়েছে, আলোচনা সভা, মাইকিং ও লিফলেট বিতরণ শুরু করেছে।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সোমবার সকাল ১০ টা থেকে চট্টগ্রাম রেল ষ্টেশন থেকে লিফলেট বিতরন শুরু করে মিরসরাই চিনকি আস্তানা পর্যন্ত এই প্রচারণা চালানো হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত সচেতনতামূলক প্রোগামে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, ষ্টেশন মাষ্টার মাহবুবুল আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মজিবুল হক, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, মহানগর কমিটির সদস্য বাচ্চু বড়–য়া, রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এস.আই সমর বড়ুয়া প্রমূখ।
এই সময় চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস.এম শহিদুল ইসলাম বলেন, রেল লাইনের ২০ ফুট এলাকায় সবসময় ১৪৪ ধারা জারী থাকে। রেললাইনের উপর বসা, দোকার বসানো, খেলাধুলা করা কিংবা রেললাইন দিয়ে চলাচল, টিনএজারদের মোবাইল ব্যবহার করে রেল লাইনদিয়ে চলাচলের কারনে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। জনগণ সচেতন হলে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা কমে যাবে। জনগণকে সচেতন করতে আমরা মাসব্যাপি এই প্রচারণা চালিয়ে যাব।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, জনসচেতনতা বাড়লে ও যাত্রী সাধারণ সচেতন হলে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা অর্ধেক কমে যাবে। ট্রেন ভ্রমনে ও রেললাইনে চলাচলে যাত্রী সাধারণের এমন মৃত্যু কাম্য নয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এই উদ্যোগকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন