ট্রেন আসছে দেখার পরও সরেননি কলেজছাত্রী, অবশেষে মৃত্যু..!
কিশোরগঞ্জে ট্রেনে কাটাপড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার যশোদল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম সুস্মিতা চক্রবর্তী (২৩)। তিনি জেলা শহরের নগুয়া এলাকার স্বপন চক্রবর্তীর মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর আড়াইটার দিকে যশোদল বাজারের কাছে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন সুস্মিতা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি যশোদল বাজার অতিক্রম করছিল। ট্রেনের হর্ন বাজার পরও রেললাইন থেকে সরে যাননি তিনি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, সুস্মিতা আত্মহত্যা করেছেন, কারণ ট্রেন আসছে দেখার পরও তিনি রেললাইন থেকে সরে যাননি।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন