ট্রেন থেকে লাফিয়ে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
ঢাকা থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার পথে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে গেছে এক আসামি। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম ফারুক ওরফে খোরশেদ (৪০)। তিনি কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর নামে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ত্রিশালে রামপুর ইউনিয়নের ফারুক ওরফে খোরশেদকে গতকাল রাতে ট্রেনে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে রাত ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংগামী কমিউটার ট্রেনটি ধলা রেলস্টেশনের কাছে পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলেন ফারুক। এ সময় সঙ্গে থাকা নায়েক শাহ আলম ও দুজন পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ওসি। কমিটির অন্য সদস্যরা হলেন- গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং ত্রিশাল থানার ওসি। কমিটিকে আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ।
এদিকে পলাতক ফারুক ওরফে খোরশেদকে গ্রেপ্তার করতে ত্রিশাল ও গফরগাঁও এলাকায় অভিযান অব্যাহত রেখেছে এই দুই থানার পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন