ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চল ও ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি ২ মিনিট চলার পর তেবাড়িয়া রেলগেট অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের দিকে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেলক্রসিংয়ে উঠে পরে। এ সময় ট্রেনটি ওই ট্রাককে প্রায় দেড়শ গজ ছিচড়ে নিয়ে যাওয়ার পর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় ট্রাকটি দুমরে মুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় রেলগেট খোলা ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে। সমস্যা সমাধানে সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন তলব করা হয়েছে।
এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের এবং উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময় রাজশাহীর সঙ্গে নাটোর-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ হলেও পুলিশ বিকল্প সড়ক হিসাবে শহরের ভেতর দিয়ে যানবহন চলাচল করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন