মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রেন পরিচালকসহ ৩ জনের ওপর হামলা, পুলিশ বরখাস্ত

রাজধানীর কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে বৃহস্পতিবার রাতে ছেড়ে যাওয়া আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের পরিচালকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন পার হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। ট্রেনটি ভোর সাড়ে ৫টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

এ সময় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন ট্রেনের টিটিইরা (ট্র্যাভেলিং টিকেট এক্সামিনার)। তাঁরা সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি নিয়ে যেতে অস্বীকৃতি জানান। পরে তাৎক্ষণিকভাবে রাজশাহী জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) থানার হাবিলদার গাজিউর রহমান ও কনস্টেবল আবদুল হামিদকে বরখাস্ত করার কথা জানালে পরিস্থিতি শান্ত হয়। এ অবস্থায় ১৫ মিনিটি দেরিতে সকাল পৌনে ৮টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

এ ছাড়া বিক্ষোভের কারণে এক ঘণ্টা বিলম্বে ছাড়ে রাজবাড়ীগামী আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। ফলে শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎ করেই ট্রেনের সাধারণ যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়।

সকালে রেলওয়ে স্টেশনে বিক্ষোভের সময় ঘটনার শিকার পদ্মা ট্রেনের পরিচালক (গার্ড) ফারুক হোসেন বলেন, ট্রেনের মধ্যে বিনা টিকেটের যাত্রীরা এই হামলা চালিয়েছে। এ সময় জিআরপি পুলিশও হামলাকারীদের হয়ে তাঁদের লাঞ্ছিত করে। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটিই ওয়ালিউল্লাহ বাবু ও ট্রেনের এটেনডেন্ট তারিকুজ্জামান আহত হন। তাঁদের গায়ের পোশাক ছিঁড়ে ফেলে হামলাকারী।

ফারুক হোসেন জানান, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছার পর তাঁরা বিষয়টি রেলের অন্যান্য স্টাফদের জানালে সবাই বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় ঢাকাসহ অন্যান্য রুটের টিটিইরা স্টেশনের প্লাটফর্মে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান জানান, সকালে বিক্ষোভের ঘটনার পর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) কথা জানান। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

রাজশাহী জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, ট্রেনের স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাবিলদার গাজিউর রহমান ও কনস্টেবল আবদুল হামিদকে সাসপেন্ড করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ