ট্রেলারে উত্তাপ ছড়ালো ‘রাজ রিবুট’ (ভিডিও)

ভৌতিক-থ্রিলার ঘরানার সিনেমা সিরিজ ‘রাজ’। এ সিরিজের চতুর্থ সিনেমা ‘রাজ রিবুট’। এই সিরিজটির প্রযোজক মুকেশ ভাট ও মহেশ ভাট। সিরিজটির প্রথম ও তৃতীয় সিনেমা পরিচালনা করেছেন বিক্রম ভাট। দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করেছেন মুহিত সুরি। এবার ‘রাজ রিবুট’ পরিচালনা করেছেন বিক্রম ভাট।
পোস্টার প্রকাশের পরই আলোচনা ছড়িয়েছে সিনেমাটি। এবার ট্রেলার প্রকাশ হল। ইমরান হাশমি মানেই তো চুম্বন। বলিউডে তাকে ডাকা হয় সিরিয়াল কিসার। এই সিনেমাতেও রয়েছে চুম্বন দৃশ্য। সিনেমাটিতে ইমরান হাশমি, কৃতি খারবান্দা এবং গৌরব আরোরা অভিনয় করেছেন।
এর আগে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত রাজ সিনেমায় দেখা গিয়েছিল বিপাশা বসু এবং দিনো মরেয়াকে। এরপর রাজ: দ্য মিস্ট্রি কনটিনিউ সিনেমায় দেখা যায় ইমরান হাশমি ও কঙ্গনা রাণৌতকে। রাজ থ্রি তে আবারো ফিরে আসেন বিপাশা বসু। সঙ্গে ছিলেন ইমরান হাশমি ও এশা গুপ্তা। এবারের সিনেমায় ইমরানের সঙ্গী হয়েছেন কৃতি ও গৌরব। বিক্রম ভাট পরিচালিত রাজ রিবুট আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন