ঠাকুরগাওয়ে অলৌকিক যে হাতের সন্ধানে এলাকায় চাঞ্চল্য (ভিডিও সহ)
ঠাকুরগাওয়ে এক অলৌকিক হাতের সন্ধান পাওয়া গেছে। হাতটিকে ঘিরে এলাকায় শুরু হয়ে নানা ধরনের পূজা পার্বন, রাতভর চলছে কীর্তন। অনেকে আবার মনের আশা পূরনের জন্য মানতও করছেন।
এলাকার সূত্রে জানা যায়, চার পাচ দিন আগে রুহিয়া থানার অন্তর্গত রুহিয়া গ্রামে সুরেন নামের এক কৃষক তার জমিতে হাল চাষ করতে গিয়ে হাতটি দেখতে পায়। সে ভয় পেয়ে কারও কাছে না বলে তার ভাইর কাছে সবকিছু বলে। পরবর্তীতে এককান দুকান করে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই অলৌকিক হাতের কথা। পরে সেটি দেখার জন্য হাজার লোক ভীড় জমায়।
হিন্দু ধর্মালম্বীদের দাবি যেহেতু এই হাতটি শ্মশান ঘাটের কাছে পাওয়া গেছে তাই এটি তাদের কালী মায়ের হাত। পরিবারের মঙ্গল কামনায় অনেকে মানত করছেন কেউ আবার টাকা পয়সা দিচ্ছেন।
ঠাকুরগাও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সমাজকর্মী লায়লা আরজুমান্দ বানু বলেন এটা নিছক কুসংস্কার ব্যতীত আর কিছুই নয়। মূলত এটি একটি গাছে শিকড় যা উপরে ছত্রাক জমে মানুষের হাতের আকৃতি ধারন করেছে। যদিও অভিযোগ আছে কিছু অসাধু ব্যাক্তি এটিকে ধর্ম ব্যাবসায় রুপ দেওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তিনি সরেজমিনে গিয়ে দেখে এসেছেন। যেটাকে সবাই অলৌকিক হাত বলছে সেটা গাছের শিকড় ব্যাতীত আর কিছুই নয়। যদিও ধর্মীয় বিষয় দেখে তিনি আর কিছু বলেন নি। পরে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যাবস্থা নিবেন বলে জানান।
https://youtu.be/pJs13uKahI4
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন