‘ঠিকানা ভুল ছিলো’

বাসা খুজঁছেন ব্যাচেলর ইফতি। কিন্তু ব্যাচেলরদের পছন্দসই বাসা পাওয়া যে কত কঠিন ধারণা ছিলো না তার।চিলেকোঠার একটা বাসা তার খুব পছন্দ হয়ে যায়। কিন্তু বাড়ির মালিক যখন জানতে পারেন তিনি ব্যাচেলর, তখন তাকে ভাড়া দিবে না বলে জানিয়ে দেন।
তবে হাল ছাড়েন না ইফতি। তিনি ফন্দি করে একজনকে বউ সাজিয়ে, কখনো নিজের ছেলে সাজিয়ে নিয়ে আসেন বাড়ির মালিকের কাছে। বাড়ির মালিক রিচি বিষয়টা বুঝতে পারেন। রিচি একটি বিদেশি এনজিওতে চাকরি করেন। ডিভোর্সি এবং নিঃসন্তান। এক পর্যায়ে ইফতির সাথে তার বন্ধুত্ব হয়ে যায়।
একদিন অন্যরকম এক সারপ্রাইজ নিয়ে রিচির সামনে হাজির হন ইফতি। কি সেই সারপ্রাইজ? দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘ঠিকানা ভুল ছিলো’।
রুদ্র মাহফুজের রচনায় এটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন রিচি সোলায়মান, তানভীর প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন