‘ডন ৩’তে এবার দীপিকা!

যারা দীপিকা পাড়ুকোণ ও ফারহান আখতারের মধ্যে ভাল সম্পর্ক নেই, তারা ভুল করছেন। সদ্য শেষ হওয়া আইফা অ্যাওয়ার্ডে দুইজনের মধ্যে বেশ ভাল কথাবার্তা হয়েছে, মজাও করেছেন তারা।
আইফার একটি সূত্র বলিউডলাইফকে বলেছেন, ফারহান ও দীপিকার বন্ধন দেখে মনে হয়েছে তাদের বন্ধুত্ব অনেকদিনের। ফারহান তার অভিনয় নিয়ে রিহার্সাল করার সময় দীপিকা তাকে ডেকে অভিনন্দন জানায়। তারা পরস্পরকে আলিঙ্গনও করে। তারা দু’জন অনেকক্ষণ কথা বলেছেন ও মজা করেছেন।
এও শোনা যাচ্ছে, ফারহান নাকি দীপিকাকে ‘ডন ৩’ ছবিতে নিতে চাচ্ছেন। এজন্য ‘রকঅন স্টার ২’ তারকা দীপিকার সঙ্গে যোগাযোগও করেছেন। যদি দীপিকা এতে সায় দেয় তবে এটি হবে শাহরুখ-দীপিকা জুটির চতুর্থ ছবি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন