‘ডলার’ দেখিয়ে প্রতারণা করত আটক বিদেশীরা
প্রতারণার অভিযোগে আটক ৯ বিদেশীসহ র্যাবের হাতে আটক ১০ জনই ভুয়া ডলার ও মাদকের ব্যবসায় জড়িত। তারা ‘অব্যবহৃত মার্কিন ডলার’ দেখিয়ে প্রতারণা করে কালো কাগজ দিয়ে মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিত।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের ১০ সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন তারা।
ব্রিফিংয়ে র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, আটক বিদেশীদের মধ্যে ছয়জন ক্যামেরুন, দুজন লেসেথো ও একজন কঙ্গোর নাগরিক রয়েছেন। এদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশী জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম, কেমিক্যাল, ইয়াবা, মোবাইল সেট ও সিম জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক আফ্রিকানরা জাল নোট তৈরির আন্তর্জাতিক চক্রের সদস্য। এই চক্রটি বিভিন্ন লোককে মোবাইল মেসেজ ও ই-মেইল করত। এতে বলা হতো, তাদের কাছে প্রচুর অব্যবহৃত মার্কিন ডলার রয়েছে। বাংলাদেশে এই ডলার তারা বিনিয়োগ করতে চায়। এই ডলারের নোট কালো রং করে এ দেশে আনা হয়েছে। এভাবে প্রতারক চক্রটি বেশ কয়েকজনের সঙ্গে চুক্তি করেছে। তারা ডলারের কালো নোট, জাল ডলার ও কেমিক্যাল বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
এই চক্রটি মাদক ব্যবসায়ও জড়িত ছিল বলে জানান লে. কর্নেল মহিউদ্দিন।
তিনি আরও জানান, এদের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশীদের বিয়ে করে বসবাস করছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যাব-২ এর অধিনায়ক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন