ডাকঘরগুলোকে তথ্য-প্রযুক্তির আওতায় আনা হচ্ছে
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডাকবিভাগগুলোকে আধুনিকায়ন করতে এ বিভাগকে তথ্য-প্রযুক্তি বিভাগের আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে সরকার ‘পোস্ট ই-সেন্টার ফর রুল কমিউনিটি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় ৮ হাজার গ্রামীণ শাখা ডাকঘর এবং ৫শ উপজেলা ডাকঘরকে পর্যায়ক্রমে পোস্ট ই-সেন্টার হিসেবে রুপান্তর করা হবে।
সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, পোস্ট ই-সেন্টার ফর রুল কমিউনিটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি পোস্ট অফিসে পোস্ট ই-সেন্টার চালু করা হয়েছে। এর মধ্যে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজবন্ধু ও করুনানগর শাখা ডাকঘর এবং কমলনগর উপজেলার নুরিয়া মাদরাসা, চরবাদাম ও সৈয়দনগর শাখা ডাকঘরে পোস্ট ই-সেন্টার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি লক্ষীপুর জেলার অন্যান্য ডাকঘরসহ দেশের বাকি ডাকঘরগুলোকে পর্যায়ক্রমে তথ্য-প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন