ডাক বিভাগে পাবেন ই-কমার্স ডেলিভারি

ই-কমার্সের পণ্য ডেলিভারিতে উদ্যোগ নিচ্ছে ডাক বিভাগ। ফলে দেশের সব এলাকার মানুষ ই-কমার্স কেনাকাটায় পণ্য পাওয়ার সুবিধা পাবেন।
দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর পণ্য গ্রাম-গঞ্জে পৌঁছে দিতে এই বিশেষ সেবা আনবে ডাক বিভাগ। গত বৃহস্পতিবার ডাক বিভাগ ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
এতে কিছুদিনের মধ্যেই ই-ক্যাব সদস্যরা ডাকবিভাগের মাধ্যমে ই-কমার্স ডেলিভারি করতে পারবেন।
ই-কমার্স ডেলিভারি নিয়ে ডাকবিভাগ-ই-ক্যাব সমঝোতায় সই-ক্যাব সভাপতি এবং ডাক বিভাগের পরিচালক (মেইল) নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাব সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হকসহ ই-ক্যাব নেতারা।
ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দেশের ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসকে ই-কমার্সের কাজে লাগানোর পরিকল্পনার জানিয়েছেন।
তারানা বলছেন, দেশের সব পোস্ট অফিসকে ই-কর্মাসের সাথে যোগ করা হবে। পোস্ট অফিসগুলো হবে ই-কমার্সের কেন্দ্রবিন্দু।
ডাক বিভাগ ই-কমার্স সেবায় জাপানের মডেল অনুসরণ করার চেষ্টা করছে। জাপান তাদের ডাক বিভাগের মাধ্যমে ই-কামর্স চালু করে সফল হয়েছে।
এর বাইরে কানাডা, অস্ট্রেলিয়ার মডেলগুলোও সংগ্রহ ও পর্যালোচনার করবে বাংলাদেশ ডাক বিভাগ।
২১০০ সালের মধ্যে দেশের সাড়ে আট হাজার পোস্ট অফিসেই ই-কমার্সের সেবা থাকবে বলে জানান ডাক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিভাগটির বিদ্যমান যে অবকাঠামো তাতে এই সেবা ঠিকমতো চালু করা গেলে প্রতিযোগিতায়ও এগিয়ে থাকার কথা বলছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন