ডাবল সেঞ্চুরি হাঁকালেন ক্রিকেটার নাসির

নিজের সমগ্র ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে রংপুর বিভাগের হয়ে এই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ২০১ রান করে আউট হন নাসির। জাতীয় লিগের এই ম্যাচে দ্বিতীয় দিনের ১০৫ রান হাতে নিয়ে তৃতীয় দিনে মাঠে নামেন তিনি। ৩৪৩ বলে ২৪ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ২০১ রানে আউট হন নাসির। তার উইকেটটি তুলে নেন সিলেটের পেসার আবু জায়েদ।
এরআগে দ্বিতীয় দিনে ১৪টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাসির।
এদিকে তৃতীয়দিন শেষে নাসিরের ডাবল সেঞ্চুরির সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে রংপুর বিভাগ। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন