ডাবল সেঞ্চুরি হাঁকালেন ক্রিকেটার নাসির
নিজের সমগ্র ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে রংপুর বিভাগের হয়ে এই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ২০১ রান করে আউট হন নাসির। জাতীয় লিগের এই ম্যাচে দ্বিতীয় দিনের ১০৫ রান হাতে নিয়ে তৃতীয় দিনে মাঠে নামেন তিনি। ৩৪৩ বলে ২৪ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ২০১ রানে আউট হন নাসির। তার উইকেটটি তুলে নেন সিলেটের পেসার আবু জায়েদ।
এরআগে দ্বিতীয় দিনে ১৪টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাসির।
এদিকে তৃতীয়দিন শেষে নাসিরের ডাবল সেঞ্চুরির সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে রংপুর বিভাগ। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন