ডার্ক ওয়েবে কী পাওয়া যায় না? জানলে অবাক হবেন
ইন্টারনেটের যে অংশটি আমরা দেখতে পাই তা হলো সারফেস বা ওপরের অংশ। তবে ইন্টারনেটের এ অংশের নিচে রয়েছে অনেক বড় অংশ। এ অংশ সাধারণত আমরা দেখতে পাই না। আর এ অংশেই রয়েছে এমন সব বিষয়, যার কথা অনেকে ভাবতেই পারেন না। আর তাই ডার্ক ওয়েবে কী পাওয়া যায় এ প্রশ্নের বদলে বলতে হয়, ডার্ক ওয়েবে কী পাওয়া যায় না? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. আপনি কি চান?
ডার্ক ওয়েব ব্যবহারের অন্যতম কারণ হলো নানা ধরনের অবৈধ পণ্য-সামগ্রীর খোঁজ করা। এক্ষেত্রে বহু পণ্যই রয়েছে যা বিভিন্ন দেশে নিষিদ্ধ। আর এ নিষিদ্ধ জিনিসগুলোই পাওয়া যায় ডার্ক ওয়েবে। পাশাপাশি বহু সাধারণ পণ্যও বিক্রি হয় সেখানে।
২. নিজেই নিজের চিকিৎসা
আপনি যদি নিজেই নিজের কিছু চিকিৎসা করতে চান তাহলে যে জিনিসপত্র দরকার হবে সেগুলো এখানে পাবেন। যদিও বিষয়টি খুবই বিপজ্জনক। তার পরেও আপনি যদি কিনতে চান তাহলে ডার্ক ওয়েবে দেখতে পারেন। এখানে দাঁতের কিংবা অন্যান্য চিকিৎসা করার নানা সামগ্রীও পাওয়া যায়।
৩. উইশ পিল
বিক্রেতারা দাবি করছেন, আপনি যদি এ ওষুধটি খান তাহলে আপনার ইচ্ছা বাস্তবে রূপায়িত হবে। তবে বাস্তবে তারা যে জিনিসটি বিক্র করছে, তা একটি নীল আলোর বাতি। আর এটির দাম ১০০ ডলার। যদিও জিনিসটি কেনার মতো বোকা লোক খুব কমই আছে।
৪. গণ্ডারের শিং
গণ্ডারের শিং অত্যন্ত বিরল জিনিস। আর এ জিনিসটিই পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। গণ্ডার অত্যন্ত বিরল প্রাণী আর তাই এ জিনিস কেনা থেকে সবারই বিরত থাকা উচিত।
৫. খুনী
আপনি যদি কাউকে খুন করাতে চান তাহলে ডার্ক ওয়েব থেকে খুনী ভাড়া করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ২০ হাজার ডলার ব্যয় করতে হবে।
৬. অসাধারণ অভিজ্ঞতা
ডার্ক ওয়েবে এক বিক্রেতা দাবি করেছেন তিনি এমন একটি জিনিস দেবেন যা তাকে অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে। আর এ জিনিসটি কেনার পর একজন জানিয়েছেন এটি ছিল একটি ভ্যাকুয়াম ক্লিনার- মন্দ নয়।
৭. জেলখানায় সারভাইভাল গাইড
জেলখানায় কিভাবে ভালোভাবে বেঁচে থাকা যায়, তা যাদের জানা নেই তারা কিনতে পারেন এ গাইড। এক হাজার পৃষ্ঠার এ গাইডটি তৈরি করা হয়েছে জেলখানার কয়েদিদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।
৮. ভুয়া ডিগ্রি ও পাসপোর্ট
আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভুয়া ডিগ্রি পাবেন ডার্ক ওয়েবে। এছাড়া রয়েছে নকল পাসপোর্টও।
৯. মার্কিন পরিচয়
ডার্ক ওয়েবে ছয় হাজার থেকে ১০ হাজার ডলারে বিক্রি হচ্ছে মার্কিন পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য সব কাগজপত্র। এটি অন্যান্য মাধ্যমের চেয়ে বেশ লোভনীয়। তবে বাস্তবে এ খরচে আপনি সত্যিই মার্কিনি হতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
১০. অনলাইন পরিচয় গোপন
ডার্ক ওয়েবে অনেকেই কারো পরিচয় গোপন করার ব্যবস্থা বিজ্ঞাপন দিচ্ছেন। তবে এ বিষয়টি করার জন্য ডার্ক ওয়েব যথাযথ স্থান নয়। অনেকেই এ কাজ করতে গিয়ে উল্টো বিপদের মুখোমুখি হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন