ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ক্ষতিকর ধুমপান
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর ফলে ফুসফুসে ক্যান্সার হয় তা প্রায় সকলেরই জানা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ধুমপান ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর।
রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক বৈঠকে গবেষণাটি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি ধুমপান করেন তাহলে তাদের মৃত্যু ঝুঁকি কয়েকগুন বেড়ে যায়।
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এই রোগের মূল লক্ষণ হলো রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা। প্রতি চারজনের একজন ডায়াবেটিস রোগী জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের ফলে লোকে আরো নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন।
গবেষণায় নারীদের মধ্যে ফুসফুস ক্যান্সারজনিত মৃত্যু এবং অন্যান্য কারণে মৃত্যুর সঙ্গে ডায়াবেটিসের তাৎপর্যপূর্ণ সংযোগ খুঁজে পাওয়া গেছে।
গবেষক ড. গার্গ বলেন, “আমরা দেখতে পেয়েছি যে, ডায়াবেটিস সব ধরনের কারণে মৃত্যুর ঝুঁকি দ্বিগুন করে। আর অতি ধুমপায়ীদের মধ্যে অফুসফুস ক্যান্সারজনিত কারণে মৃত্যর ঝুঁকিও বাড়ায়।”
তিনি বলেন, “আমরা আরো দেখতে পেয়েছি, যে নারীরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ফুসফুস ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। কিন্তু পুরষদের মধ্যে একই ঝুঁকি দেখতে পাইনি।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন