মোস্তফা সভাপতি, ওমর ফারুক সম্পাদক
ডিআরইউ নির্বাচনের ফলাফল ঘোষণা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন মোস্তফা হোসেন চৌধুরী ও ওমর ফারুক।
সভাপতি পদে মোস্তফা হোসেন চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৮ ভোট। আর সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ওমর ফারুকের প্রাপ্ত ভোট ২১৮।
সহ-সভাপতি পদে বটগাছ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শামীম সিদ্দিকী। তার প্রাপ্ত ভোট ১৮৮। একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সম্পাদক হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন। আর কোষাধ্যক্ষ হয়েছেন কল্যাণ সাহা। তার প্রাপ্ত ভোট ১৮২।
এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে আইয়ুব আনসারী, ঘুড়ি প্রতীক নিয়ে দ্বিতীয় হয়েছেন শাহনাজ শারমিন, মোমবাতি প্রতীক নিয়ে তৃতীয় হয়েছেন মো. শরিফুল আরিফ সোহেল, টেবিল প্রতীক নিয়ে চতুর্থ হয়েছেন এ কে এম কামরুজ্জামান (হিরু), হাতি প্রতীক নিয়ে পঞ্চম হয়েছেন বরুণ ভৌমিক, হরিণ প্রতীক নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন মোহাম্মদ আতিকুর রহমান হাবিব এবং সপ্তম স্থান দখল করেছেন কলম প্রতীক নিয়ে মতুল মল্লিক।
শুক্রবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













