বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিএনএ ইন্ডিয়াঃ দীপিকা ও প্রিয়াংকার মতো হতে পারবে না সোনম !!

দীপিকা পাডুকোন ও প্রিয়াংকা চোপড়ার পর, বলিউড অভিনেত্রী সোনম কাপুরেরও এবার হলিউডে নিজেকে প্রমাণের পালা এসেছে। হলিউডের ট্যালেন্ট এজেন্সি ইউটিএর (ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি) সঙ্গে বলিউড এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, চুক্তির পর সোনামের হলিউডের প্রোজেক্টে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ইউটিএর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিকে সোনম অবশ্য এরইমধ্যে বলেছেন করন জোহরের টিভি শো ‘কফি উইথ করনে’। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ওই শোতে ইউটিএর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে সোনম বলেন, ‘মানুষ এখন বলতে থাকবে, ওহ, সেও হলিউডে যাচ্ছে!’

হলিউড হোক বা বলিউড, ছবি বাছাইয়ের ক্ষেত্রে একইরকম থাকবেন সোনম। তিনি বলেন, ‘আমি সেই রকম চরিত্রই খুঁজছি যা আমি বলিউডে কাজ করার সময় খুঁজে থাকি। হলিউড হলেও আমি ভালো চরিত্রে অভিনয় করতে চাই। এখানে কোনো পার্থক্য করব না। যেখানে আমি ভালো কাজ পাব, সেখানেই কাজ করব, এমনকি সেটা চীনে হলেও। কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা কোনো ব্যাপার না।’ হলিউডের কোনো প্রকল্প কি মনে ধরেছে সোনমের? এমন প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘না, এখনো না।’

হলিউডে কাজ পেলেও সোনম বলিউডের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে চান না। তিনি বলেন, ‘আমি মনে করি না, ভালো কাজ করলে আমার ক্যারিয়ার পিছিয়ে যাবে। আমি যথাযথভাবে আমার সময়কে ব্যবহার করতে চাই। আর আমি তো উন্মাদ নই, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলব, ওহ, আমি একজন হলিউডের তারকা হতে চাই। এমনটা আসলে হয় না, কিন্তু অভিনেত্রী হিসেবে আমি আমার কাজের ক্ষেত্র প্রসারিত করতে চাই। যদি আমার বিদেশের এজেন্ট আমাকে হলিউডে কাজ করার প্রস্তাব দেন, একই সঙ্গে আমি যদি দেখি বলিউডের কাজটি বেশি আকর্ষণীয় তাহলে বলিউডেই কাজ করব। বিষয়টি বলিউডের ক্ষেত্রেও একই রকম হবে। আর কাজ তো একটাই, অভিনয় করতে হবে, দুই জায়গাতেই। শুধু ভাষাটা আলাদা।’

যেহেতু সোনমের আগে দীপিকা ও প্রিয়াংকা হলিউডে কাজ করেছেন তাই তাঁদের সঙ্গে তুলনার বিষয়টি এসেই পড়ে। বিষয়টি অবশ্য একেবারেই এড়িয়ে যেতে চান না সোনম, বরং অগ্রজ এই দুই নায়িকার ব্যাপারে বেশ ইতিবাচক তিনি। সোনম বলেন, ‘আমি মনে করি তাঁরা অনেক ভালো কাজ করছেন এবং আশা করছি তাঁদের মতোই আমি কাজ করব। আমি মনে করি না, আমি কখনোই তাঁদের উচ্চতায় পৌঁছাতে পারব। এই তুলনায় আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মনে করি না তাঁদের মতো এত ভালো কাজ করতে পারব। তাঁরা খুবই ভালো করছেন এবং আশা করছি আমি তাঁদের যৎসামান্য করতে পারব। সেটা করতে পারলেই আমি খুশি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত