ডিএনএ ইন্ডিয়ার খবর জানাচ্ছেঃ হৃতিক হবেন কাবাডি খেলোয়াড়
বলিউডে ইদানীং ক্রীড়াবিষয়ক ছবি বা ক্রীড়াবিদের চরিত্রে অভিনয় করার ধুম পড়েছে। শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’, ফারহান আখতারের ‘ভাগ মিলখা ভাগ’, আমির খানের ‘দঙ্গল’, সালমান খানের ‘সুলতান’ এমনটা চলছেই। তিন খান ও ফারহান যখন ক্রীড়াবিষয়ক ছবি নিয়ে মত্ত, তখন এশিয়ার সুদর্শন পুরুষের তালিকায় তিন নম্বরে থাকা হৃতিক রোশন কেন বাদ যাবেন?
ডিএনএ ইন্ডিয়ার খবর জানাচ্ছে, হৃতিক রোশনও অভিনয় করতে যাচ্ছেন একজন ক্রীড়াবিদের চরিত্রে। তবে কোন কুস্তিগির বা হকি খেলোয়াড় হিসেবে নয়, ‘কৃষ’খ্যাত হৃতিক নিজেই জানিয়েছেন আসন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন একজন কাবাডি খেলোয়াড়ের চরিত্রে। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ভারতের প্রো-কাবাডি লিগে মুম্বাই দলের মালিক রনি স্ক্রুওয়ালা।
এ তালিকায় শুধু হৃতিক নয়, শোনা যাচ্ছে অক্ষয়ও নাকি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘গোল্ডে’ অভিনয় করতে যাচ্ছেন হকি খেলোয়াড়ের ভূমিকায়। তালিকায় আছে ফারহান আখতারের নামও। ফারহান তাঁর আসন্ন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন একজন মুষ্টিযোদ্ধার ভূমিকায়। এখন দেখার বিষয়, অভিনয় দিয়ে একজন খেলোয়াড়কে এ দুই তারকা থেকে কতটা আলাদাভাবে তুলে ধরতে পারেন হৃতিক।
হৃতিক বর্তমানে ব্যস্ত রয়েছেন বিকাশ বাহলের পরবর্তী ছবি ‘সুপার ৩০’ নিয়ে। যে ছবিতে ভারতের গণিতবিদ আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ‘ব্যাং ব্যাং’ খ্যাত এই তারকাকে। এ বছরে এই একটি চলচ্চিত্র নিয়েই ভক্তদের সামনে হাজির হচ্ছেন হৃতিক। তবে পরের বছর জোড়া ধামাকা নিয়ে হাজির হবেন তিনি। কবির খানের পরিচালনায় ও সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দেখা যাবে হৃতিককে। এ ছাড়া ২০০৬ সালে মুক্তি পাওয়া ভারতের প্রথম সুপারহিরোভিত্তিক চলচ্চিত্র কৃষের চতুর্থ পর্ব নিয়েও হাজির হচ্ছেন হৃতিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন