সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিজিটাল দেশ গড়ার কর্মীরা বেতন পাচ্ছেন না

মাঠপর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমকে যারা গতিশীল করেছেন তাঁদের জীবনই এখন গতি হারাতে বসেছে। কেননা যে প্রকল্পের অধীনে এসব কাজ তাঁরা শুরু করেছিলেন সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বেতন ভাতা বন্ধ হয়ে গেছে তাঁদের। ফলে গত চার মাস ধরে কাজ করে গেলেও বেতন পাচ্ছেন না তাঁরা।

ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সব মন্ত্রণালয়, বিভাগ, জেলা পর্যায়ের ৫৫টি এবং উপজেলা পর্যায়ের ৩০টি সরকারি দপ্তরকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ইনফো সরকার প্রকল্প ফেজ ২-এর আওতায় ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক স্থাপনের কাজ হাতে নেয় সরকার।

২০১৩ সালে প্রকল্পটি বাস্তবায়ন করতে আউটসোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় একজন করে দক্ষ টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়া শেষে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সারাদেশে ৪৮৮ জন টেকনিশিয়ান যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অধীনে।

এই টেকনিশিয়ানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে কাজ করার ফলে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের আইসিটি কার্যক্রমে গতি আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন জরুরি ইমেইল পাঠানো, গ্রহণ, জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম তদারকি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম তদারকি, ন্যাশনাল ব্যাকবোন রক্ষণাবেক্ষণ, ভিডিও কনফারেন্স সিস্টেম রক্ষণাবেক্ষণ ও পরিচালনা, নাগরিক সেবায় ফেসবুক ব্যবহারে সহযোগিতা, উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে কারিগরী সহায়তা দেওয়াসহ কর্মকর্তা/কর্মচারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিয়মিতভাবে সহযোগিতা করছিলেন নিয়োগপ্রাপ্ত টেকনিশিয়ানরা।

সরকারের নানামুখী কাজের অংশ হিসেবে টেকনিশিয়ানদের জাতীয় তথ্য বাতায়ন রক্ষণাবেক্ষণ, ইমোবাইল কোর্ট, এমআইএসসহ (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলা হয়। চলতি বছরের জুন মাসে ইনফো সরকার ফেজ-২ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। তবে কর্মস্থলগুলোতে কাজ থাকায় এখন পর্যন্ত অব্যাহতি পাননি এসব টেকনিশিয়ানরা। তবে মেয়াদ শেষ হওয়ার পর কাজ করলেও বেতন পাচ্ছেন না তাঁরা। ফলে চার মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে এই টেকনিশিয়ানদের। রাজস্ব খাতে তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বাংলাদেশ টেকনিশিয়ান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, নিজেদের কর্ম দক্ষতা দিয়ে তাঁরা জেলা-উপজেলা প্রশাসনে কাজের গতি এনেছেন। এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ চার মাস ধরে বেতনের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের।

বাংলাদেশ টেকনিশিয়ান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকার ধামরাই উপজেলার টেকনিশিয়ান আতিকুর রহমান বলেন, মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই তাঁরা সবাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ের সয়্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন। কিন্তু কোন ফল হচ্ছে না। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদের সঙ্গে দেখা করলে তিনি অধিদপ্তরে জমা দেওয়ার জন্য একটি ডিও লেটার দেন। তবে তাতেও কোনো কাজ হয়নি। তবে বেতন না পেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই-এক মাস পর পর অল্প কিছু হাত খরচ দেন বলে জানান তিনি।

এ বিষয়ে রাজশাহীর মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেকনিশিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের স্থায়ীকরণে বাধা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ।

এদিকে নতুন করে নতুন লোগ নিয়োগ দিলেও সমস্যা হবে। কেননা যারা এত দিন ধরে কাজ করছে তাদের সরকার প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে। নতুন করে নিয়োগ হলে তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে সময় লাগবে।

টেকনিশিয়ানদের পুনর্বহাল করার জন্য মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন বলে জানালেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তিনি বলেন, এসব টেকনিশিয়ান না থাকলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য একটু হলেও ব্যাহত হবে। নতুন করে নিয়োগ দেওয়া হলে সমস্যা মিটতে পারে কিন্তু আগের টেকনিশিয়ানদের আবার বহালের পক্ষে তিনি। কারণ এদের অনেক অভিজ্ঞতা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, টেকনিশিয়ানদের এই সংক্রান্ত ফাইল প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এনটিভি

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা