ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৩১ ডিসেম্বরের পর থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না।
বুধবার বিকেলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিআরটিএ যেসব যানবাহনের রেজিস্ট্রেশন দিয়ে থাকে, সেসব যানবাহন রেট্টো-রিফ্লেক্টিভ এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ব্যতিত ৩১ ডিসেম্বরের পর দেশের কোথাও চলাচল করতে পারবে না।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, রেট্রো-রিফ্লেকটিভ এবং আরএফআইডি ট্যাগ ব্যতিত কোনো যানবাহন আগামী বছরের ১ জানুয়ারি থেকে রাস্তায় চলতে পারবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা সংগ্রহ করতে হবে। নম্বর প্লেট ছাড়া দেশের কোথাও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশ দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন