ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে প্রস্তুত সরকার
সরকার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দি বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি মাইটি বাইট ও ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং এজেন্সি বিটপি লিও বার্নেট এ সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিটপি এবং মাইটি বাইটের কাছে আমার অনুরোধ আজকের পরে এই সম্মেলন যেন শেষ না হয়ে যায়। ফেসবুকে ক্লোজড গ্রুপ কিংবা ইমেইল গ্রুপের মাধ্যমে যেন ডায়ালগ চলতে থাকে। ভবিষ্যতে এই আয়োজনের জন্য আমাদের আইসিটি ডিভিশন যদি কোনো কাজে আসতে পারে তবে আমাদেরকে জানাবেন। আমরা আগ্রহ নিয়ে তৈরি থাকব।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়। এটি বাস্তবে রূপ নিয়েছে। এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ তার একটি প্রমাণ। দেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার ফলেই এরকম একটি আয়োজনের প্রয়োজন পড়েছে।’
সম্মেলনে দেশের মার্কেটিং খাতসহ বিভিন্ন করপোরেট পেশাজীবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তের পুরস্কার জয়ী ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের কেস স্টাডির ওপর ভিত্তি করে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জার্মানি মিডিয়াকম বিয়ন্ড অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নর্ম্যান ওয়্যাগনার, অ্যাস্তোনিয়ার বেস্ট মার্কেটিং ইন্টারন্যাশনালের সিইও হান্ডো সিনিসালু, ভারতের আইবিএস- ইন্টারফেস বিজনেস সলিউশনের সিইও বিক্রম ভাস্কর গঙ্গোপাধ্যায়, গ্রামীণ ফোনের ব্র্যান্ড কমিউনিকেশনসের লিড স্পেশালিস্ট রেফায়েত আহমেদ। আয়োজনের স্পন্সর হিসেবে ছিল ডি-মানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন