ডিপজল-মৌসুমীর ‘দুলাভাই জিন্দাবাদ’

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। বিভিন্ন কারণে কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। তবে চলতি বছর অর্ধডজন সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়ে ‘এক কোটি টাকা’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি।
‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করার আগেই কয়েকটি নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় তিনি এবার চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমার শুটিং আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানান এ নির্মাতা।
এ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায় দুলাভাই চরিত্রে অভিনয় করবেন ডিপজল। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া নতুন একজন নায়ক ও নায়িকা নেয়া হবে। তবে এখনো তাদেরকে চুক্তিবদ্ধ করানো হয়নি।’’
তিনি আরো বলেন, ‘গতকাল এ সিনেমায় চুক্তিবদ্ধ হন মৌসুমী। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে এর দৃশ্যায়নের কাজ শুরু করব।’
রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল-মৌসুমী ছাড়াও আরো অভিনয় করবেন মিজু আহমেদ ও আহমেদ শরীফ প্রমুখ। কাহিনি লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
গত ১ জানুয়ারি ডিপজল অভিনীত ‘এক কোটি টাকা’শিরোনামের সিনেমার শুটিং শুরু হয়। এতে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এছাড়া চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন ছটকু আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন