ডিপিএলে নাসিরের ব্যাটিং গড় ২২৬!
এবারের ডিপিএলে দারুণ ফর্মে রয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। ডিপিএলে চলতি আসরে এখন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে গড়টা অবাক করার মতো।
চার ম্যাচ খেলে নাসিরের ব্যাটিং গড় ২২৬! চার ইনিংস ব্যাট করে মাত্র একটিতে আউট হয়েছেন নাসির হোসেন। বাকি তিন ইনিংসে ছিলেন অপরাজিত। এর সুবাদেই ২২৬ রান সংগ্রহ করা নাসিরের গড়ও ২২৬।
চার ম্যাচে একটি শতক ও একটি অর্ধশতক হাঁকিয়েছেন নাসির। প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে করেন ১২ বলে অপরাজিত ১৫ রান। চতুর্থ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে অর্ধশ্তক হাঁকান নাসির। ৬৪ রান করে লেগ বিফোরের শিকার হন। তাকে ফেরান আরাফাত সানির। এ ম্যাচেই চলতি ডিপিএলে প্রথমবারের মতো আউট হলেন নাসির।
৪ ইনিংসে ২২৬ রান করা নাসিরের দল গাজী গ্রুপও রয়েছে দারুণ ছন্দে। চার ম্যাচের চারটিতে জিতে শীর্ষে রয়েছে তারা। ২৯ এপ্রিল আবাহনীর মুখোমুখি গাজী গ্রুপ। কিন্তু জাতীয় দলের ক্যাম্প ও ত্রিদেশীয় সিরিজ থাকায় পরবর্তী ম্যাচগুলো খেলা হবে না নাসিরের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন